News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

১০ ই থেকে ২০ জানুয়ারী রাত ৯ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ

Sunday, January 09, 2022
  


নিজস্ব প্রতিনিধি ঃ রাজ্যের কোভিড মোকাবিলায় একগুচ্ছ নতুন গাইড লাইন রুপায়ন করা হয়। ১০ ই জানুয়ারী থেকে নাইট কারফিউ জারি থাকবে। ২০ ই জানুয়ারী পর্যন্ত চলবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা চলবে কারফিউ। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া কেও বাড়ির বাইরে যেতে পারবেনা। আইন কানুন মেনে কাজ করতে হবে। আইন অমান্য করার জন্য যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাস্ক বাধ্যতামূলক। রবিবার সচিবালয়ে সাংবাদিক সন্মেলনে এই খবর জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানালেন, নাইট কারফিউ নিয়ে পরবর্তী পপরিস্থিতি দেখে চিন্তা করা হবে। পাশাপাশি সরকারী কিংবা বেসরকারী ক্ষেত্রেও নিয়ম সমান থাকবে। কোন পাবলিক জমায়ের করা যাবেনা। মেলা, এক্সিবিশন বন্ধ থাকবে। সুইমিং পুল, রেস্তুরা, বিনোদন কেন্দ্রগুলি, খেলার মাঠে এক তৃতীয়াংশ সমাগম হবে। কোনভাবেই ভিড় করা যাবেনা। মাস্ক বাধ্যতামূলক থাকবে। সরকারী অফিসগুলিতে এক তৃতীয়াংশ করা হচ্ছে। অনলাইন সংস্করণে আবারো গুরুত্ব আরোপ করে দেওয়া হয়েছে। সব ধরনের ক্লাস সহ পরীক্ষার ক্ষেত্রেও নিয়ম সমানভাবেই প্রযোজ্য। স্কুল - কলেজগুলি নিয়েও সরকারী গাইডলাইন মেনে অনলাইনের মাধ্যম পুনরায় শুরু হবে। ওমিক্রন নিয়ে কোন খামতি কিংবা গাফিলতি চলবেনা। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক থাকতেই মানুষের স্বার্থে এই সীদ্ধান্ত বলে দাবী করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।