News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীনের উপরে প্রানঘাতী হামলা

Tuesday, March 02, 2021
  


নিজস্ব প্রতিনিধি ঃ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সোচ্চার বিভেদকামী শক্তি। রাজ্য রাজনীতির খেলা খেলার জন্য রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রভারি জসীম উদ্দীনের উপরে প্রানঘাতী হামলা চালিয়েছে দুবৃত্তরা। মংলবার সাংগঠনিক কাজের শেষে বর্ডার গোলচক্কর এলাকার নিজ বাড়ির সামনে হায়েনাদের মুখে পড়েন জসীম উদ্দীন। যতদূর খবর, ধাড়ালো অস্ত্র নিয়ে হামলা চালায়। চীংকার, চেচামেচি শুনে এলাকার মানুষ জড়ো হতেই পালিয়ে যায় হামলাকারিরা। অভিযোগ, এলাকার সমাজদ্রোহী হিসাবে চিহ্নিত খেলু মিয়ার গুনধর ছেলে তাহির মিয়া মূল অভিযুক্ত। খবর পেয়ে বটতলা ফাড়ির পুলিশ ছুটে গেলেও মূল অপরাধী পলাতক। এই ঘটনায় জসীম উদ্দীনের পরিবার ভীত দিশাহীন। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন।