News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

সোনামুড়ায় কোভিডের বিরুদ্ধে মানব সেবায় টিম সুূদীপের মনাবসেবা অব্যাহত

Saturday, June 05, 2021
  


নিজস্ব প্রতিনিধি ঃ জন্মিলে মরিতে হবে, কে কোথায় অমর রহিবে - কবিগুরুর এই বানী মানব সমাজে আজ বড় প্রাসংগিক। মহামারী করোনার বিরুদ্ধে সরকার একা লড়লে চলবেনা। এই সেবামূলক কাজ সমাজের দায়িত্বশীল লোকেদের নিতে হবে। সাম্প্রতিক সময়ে বন্ধুর নাম সুদীপ এই সংস্থা রাজ্যজুড়ে প্রবল রুপ নিচ্ছে দুস্থদের সাহায্যে। সোনামুড়ায় বন্ধুর নাম সুদীপ সংস্থার কো অর্ডিনেটর মনির হোসেনের সঙ্গে স্থানীয় কার্যকর্তারা ঝাপিয়ে পড়ে কাজ করে চলেছেন৷ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শনিবার সোনামুড়ায় ভবঘুরে এবং দুস্থদের খাবার তুলে দিলেন। মনির হোসেন এক প্রেস বার্তায় জানালেন এখন রাজনীতির চ্যালেঞ্জ নেওয়ার সময় নেই। বিধায়ক সুদীপ রায় বর্মনের মার্গ দর্শনে এই সেবামূলক কার্যক্রমে ব্রতী হয়েছেন। মানবিকতার কঠিন সময়ে সুদীপ সেনা কর্মকর্তারা সবাই প্রস্তুত। রাজ্যের যে কোন প্রান্তে ছুটে যাবেন তাদের গোচরে আসলে কেও কষ্টে রয়েছেন।