বিএইচএমএসের নতুন কমিটির গঠন
Tuesday, February 09, 2021
নিজস্ব প্রতিনিধি ঃ অল এিপুরা বি এইচ এম এসের চার বছর পূর্তিতে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। নবাগত হোমিও চিকিৎসকদের কেইক কেটে বরন করা হয়। মূলত এই চিকিৎসদের এসোসিয়েশনে চার শতাধিক চিকিৎসক রয়েছেন। বছরে বিনামূল্যে স্বাস্থ্য সেবার জন্য ক্যাম্প করে থাকে৷ পাশাপাশি ভুয়া কাগজপত্র নিয়ে প্রেক্টিসকারীদের বিরুদ্ধেও সরকারের সাহায্য করে এসোসিয়েশন। উপস্থিত ছিলেন সভাপতি চিকিৎসক ডক্টর রিতুরাজ ভৌমিক, সহ সভাপতি ডক্টর বিশ্বজিৎ দে, কনভেনার ডক্টর সৈকত দেব প্রমুখ। এদিন নতুন কমিটির গঠনও করা হয়েছে।