News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

অজগর সাপ উদ্ধার

Tuesday, March 30, 2021
  


নিজস্ব প্রতিনিধি ঃ শহরে অজগর। সোমবার রাত আটটা নাগাদ ঘরের মধ্যে অজগর দেখে আঁতকে উঠেন শচীন্দ্র লাল দত্ত। শচীন্দ্র বাবুর পরিবার উদয়পুর শহরের প্রাণকেন্দ্রে ব্যবসায়ী কাজল ভূষন দত্তের বাড়িতে ভাড়া থাকেন। হঠাৎ করে ঘরের মধ্যে সাপ দেখে ভয়ে দৌড়ঝাঁপ করতে শুরু করেন। প্রথমে এটা যে অজগর তা বুঝতে না পারলেও কিছুক্ষণ পরই সাপের আকার আকৃতি দেখে বুঝতে পারেন ঘরের মধ্যে অজগর ঢুকেছে। খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর ফরেস্ট রেঞ্জার অমিতবাবু সহ বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এবং কিছুক্ষণের মধ্যেই ঘরের চালা এবং সিলিং এর কোনা থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। উদয়পুর টাউন হলের পাশে বসত ঘর থেকে অজগর উদ্ধারের ঘটনা প্রকাশ হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বনদপ্তরের আধিকারিক অমিত দেববর্মা জানান অজগরটি অক্ষত অবস্থায় রয়েছে এবং তারা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে বাড়ির পাশেই গোমতী নদী রয়েছে সেখান থেকেই অজগরের আবির্ভাব এমনটাই ধারণা করা হচ্ছে. ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরকে পুর থানার ওসি রাজিব দেবনাথ এসআই দেবব্রত সাহা