ভাটি অভয়নগর মোল্লা পাড়ায় ইফতার সামগ্রী তোলে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন
Tuesday, May 11, 2021
নিজস্ব প্রতিনিধি ঃ মানুষের বুকে ঠাই নিয়েই কাজ করতে ছুটছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসের ইফতার সামগ্রী নিয়ে ৬ আগরতলা বিধানসভার মধ্যে রোজদিন ছুটে যাচ্ছেন সুদীপ রায় বর্মন। মঙ্গলবার ভাটি অভয়নগর মোল্লা পাড়ায় সংখ্যালঘুদের জন্য ইফতার সামগ্রী প্রদান করলেন। সুদীপ রায় বর্মন বলেন, রাজনীতি করে লাভ কি হবে মানুষের সেবায় না করতে পারলে। কোভিডের গ্রাফ উর্ধমুখী৷ আজ মানবতা এক সংকটময় জায়গায় দাড়িয়ে রয়েছে। ত্রিপুরার ইতিহাসের পাতায় লেখা রয়েছে বহু ভাষাভাষী, জাতপাত ও ধর্মের রাজনীতি টেকেনি। ক্ষমতা ক্ষনস্থায়ী, মানুষ চিরস্থায়ী, বক্তা বিধায়ক সুদীপ রায় বর্মন।