রীতা দেবীর জন্য ভগবান এখন সুদীপ
Monday, April 05, 2021
নিজস্ব প্রতিনিধি ঃ মানুষের সেবায় আছি থাকবো দৃঢ় সংকল্প সঞ্চারিত করেন আবারও বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যের উন্নয়ন কাজ চলছে।তবে, মানুষের জন্য একটা ভালো সুযোগ পেলে পিছু পা হতে নারাজ। শান্তিরবাজারের রীতা দেবীর জন্য ভগবান এখন প্রানের মানুষ সুদীপ রায় বর্মন। চারিদিকে হতাশ হয়ে চিকিৎসার ব্যবস্থা করার আশা নিয়ে এম এল এ হোস্টেলে দেখা করেছিলেন রীতা পাল। দুরারোগ্য ব্যাধির শিকার তিনি। হাজার হাজার টাকার যোগান নিশ্চিত হচ্ছিলনা। বিধায়কের দ্বারস্থ হতেই দশ হাজার পাচশত টাকা তোলে দিলেন তড়িঘড়ি। তিনি বলেন, চিকিৎসা শুরু করতে। যে কোন অসুবিধা হলে তিনি পাশে থাকবেন। হতদরিদ্র মহিলাও আশ্বাস পেয়ে আশার উদয় জেগেছে।