News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

ভার্চুয়াল মিটিং -এ মাননীয়াকে পাপিয়ার প্রশ্ন কোথায় মানুষের সাংবিধানিক অধিকার?

Wednesday, June 02, 2021
  


নিজস্ব প্রতিনিধি ঃ হিংসার আগুনে জ্বলছে বাংলা। মমতার শাসন আইনের কবর দিয়েছে৷ বাংলার ভোটে তৃণমূলের জয় নিশ্চিত হয়েছে, কিন্তু মৃত্যু হচ্ছে আইন কানুনের। বুধবার পশ্চিম বাংলার বিজেপির কার্যকর্তাদের উপর ঘটতে থাকা করুন কাহিনী তোলে ধরেন ভাচ্যুয়াল মিটিং এ পশ্চিম বাংলার কোর কমিটির সদস্য তথা শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর অনির্বান গাংগুলী। এই ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহন করেন প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, সম্পাদক টিংকু রায়, প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ সোনকর সঙ্গে সমস্ত জেলা এবং মন্ডলের পদাধিকারীরা। প্রদেশ বিজেপি সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত তাঁর প্রতিক্রিয়ায় এই নারকীয় তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি, মাননীয়াকে প্রশ্ন করেন, কোথায় মানুষের সাংবিধানিক অধিকার? কেন এই সন্ত্রাস, খুন? এটাই কি শাসন? বাংলার জনতা রুখে দাড়াবে এই স্বৈর শাসনের বিরুদ্ধে সুর চড়ান পাপিয়া দত্ত।