রাজনৈতিক চকচকান পেতে পাপিয়া দিদিকে রুখা যাবেনা, গ্রামিণ মহিলা মোর্চার সভানেত্রীর হুশিয়ার বামগ্রেসকে
Wednesday, February 03, 2021
নিজস্ব প্রতিনিধি ঃ রাজনৈতিক চকচকান করে রুটি সেঁকতে মাঠে বামগ্রেস। রাজ্যে যখন বিরোধিরা পাপিয়া সুনামির ইঙ্গিত পেয়েছেন, ঠিক তখনই মাঠে ঝাপিয়ে পড়ে চক্রাকারে। ভামমূর্তি ক্ষুন্ন করে তোলতে সামাজিক মাধ্যমে এস এফ আইয়ের তকমা লাগিয়ে প্রচার চালানো হচ্ছে। তিব্র ভাষায় এমনভাবে বামগ্রেসকে ঠুকলেন বিজেপি সদর গ্রামীন জেলা মহিলা মোর্চার সভানেত্রী পিংকি ঘোষ। তিনি অভিযোগ করেন দিদিকে রুখা যাবেনা। মা ভবানীরুপেই সব অশুভ শক্তি দমন করবেন মহিলা মোর্চা। এই দেশ সতীর ভূমি। পাপিয়া দত্ত জীবন সপে দিয়েছেন মানুষের সেবায়। রাজনৈতিক হিংসায় জর্জরিত হয়ে চক্রান্ত করে লাভ হবেনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুক্তির নায়ক। তিনি খুব ভালোভাবেই বুঝেন বামগ্রেসের মিতালী। কারা ২৫ বছর রাজ্যটাকে লুটেপুটে খেয়েছেন। ছবি বিকৃত করে এডিটিং প্যানেল কাজ করেও লাভের গুড় দেবেনা ৩৭ লাখ জনতা। সাধূ সাবধান সুরে বিরোধিতা করতে হলে বুকে সততা নিয়ে করার হুশিয়ারী দিয়েছেন গ্রামীণ জেলা মহিলা মোর্চার সভানেত্রী পিংকি ঘোষ।