News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

হীরার ম্যাজিক, ব্রিটেনে যাচ্ছে মেলাঘরের রসালো সুস্বাদু কাঠাল

Thursday, May 20, 2021
  


নিজস্ব প্রতিনিধি ঃ আত্মনির্ভরশীল ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে হীরার শাসনে। বিপ্লব জমানায় আরো একটি বিপ্লব সংগঠিত হয়েছে। ক্যুইন আনারস, লেবুর পরে এবার সুস্বাদু কাঠাল। ৭ সাগর তেরো নদী পেড়িয়ে ব্রিটেনের মাটিতে যাচ্ছে রাজ্যের কাঠাল। কখনো ত্রিপুরার ফসল বিদেশ যাবে ভাবতেও পারেনি কৃষকরা। পিছিয়ে পড়া এিপুরাকে আন্তর্জাতিক মানদন্ডে নিয়ে দাড় করাতে ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উন্নয়ন নতুন দিগন্ত উন্মোচিত করেছে৷ মেলাঘরের কাঠাল এখন ব্রিটিশের মাটি ছুতে রওয়ানা দিয়েছে৷ রাজাকে ব্যবসাও জানতে হয়৷ ত্রিপুরার মানুষকে আত্মনির্ভরশীল গড়ে তুলতে রাজনীতির খেলায় নামানোর বদলে ব্যবসার দিগন্ত দেখাচ্ছেন। বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন মুখ্যমন্ত্রী।আন্তর্জাতিক ব্যবসার দ্বার উন্মোচিত হলে বারবে কর্মসংস্থান, সুনাম কুড়িয়ে সবাইকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে হীরার শাসনে৷ খুশিতে উদ্বেলিত রাজ্যবাসী।