রাজনীতি ছেড়ে সবাইকে জনতার সেবায় উদ্ভুত হওয়ার আহ্বান জানালেন এস সি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস
Tuesday, June 08, 2021
নিজস্ব প্রতিনিধি ঃ জাতি ও জনজাতির অবশিষ্টাংশ কেও হীরার রাজত্বে বঞ্চিত হবেনা। এটাই বিপ্লব যুগ। তপশিলি জাতির উন্নয়ন বিরোধী বাম শক্তি পিছিয়ে নিয়েছিল আরো পেছনে। বিপ্লব কুমার দেবের উন্নয়ন কাজেই আজ সবাই আত্মসম্মান ফিরে পাচ্ছেন। মহামারী চলাকালীন মুক্তহস্তে দুয়ারে যাচ্ছে মানুষের সেবায় সরকার। চড়িলাম মন্ডল আয়োজিত কোভিড মোকাবিলায় সচেতনতামূলক আলোচনাচক্রে সরকারের জন উন্নয়নমুখী কাজগুলি তোলে ধরেন এস সি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস। তিনি বলেন, সমাজের তপশিলি জাতির মেরুদণ্ড সোজা হচ্ছে। তবে, মহামারীর বিরুদ্ধে এস সি মোর্চার সকল কার্যকর্তাদের মানবসেবাউ উদ্ভুদ্ধ হওয়ার আহ্বান জানালেন টুটুন দাস। তাঁর মতে, এখন রাজনীতির সময় না, এখন সেবায় নিবেদিত প্রান হতে হবে আমাদের সবাইকে। এদিনের আলেচনায় কর্মীদের এমনভাবেই টনিক দিলেন এস সি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস।