News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

প্রধানমন্ত্রীকে জড়িয়ে আপত্তিকর ম্নতব্য, থানায় মামলা সপ্তর্শির নেতৃত্বে ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার

Monday, February 08, 2021
  


নিজস্ব প্রতিনিধি ঃ ভারতের ভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মহাপুরুষ বিঢ়ল। দেশ এগিয়ে চলছে। সংসদে বক্তৃতা চলাকালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ত্রিপুরার বর্ডার গোলচক্কর এলাকার জন চৌধুরী। ১৪০ কোটি ভারতের মানুষের প্রধানমন্ত্রী মোদী। এই নিম্ন মানের চিন্তা বামেদের। অভিযোগ, জন বিভিন্ন অপরাধের সাথে জড়িত৷ সরব হয়েছে ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চা। যুব মোর্চার মন্ডলের সভাপতি তরুন যুব আইকন এলাকার সপ্তর্শি চৌধুরীর নেতৃত্বে যুবারা আগরতলা পশ্চিম থানায় কেইস করেছেন৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সপ্তর্শি চৌধুরী বলেন এই ধরনের ভূল মানা যায়না। অভিযুক্তকে কঠোর শাস্তির দাবীতে থানায় মামলা করা হয়েছে।