News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

পৌষ পাবনের প্রস্তুতি গ্রাম বাংলার ঘরেঘরে

Friday, January 12, 2024
  


নিজস্ব প্রতিনিধি ঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই হিন্দু সম্প্রদায়ের বাঙ্গালীদের প্রতিবছরের একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি যেটাকে রাজ্যের গ্রামাঞ্চলের মানুষ আলন্তি বলে আখ্যায়িত করে থাকে। সেই পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে জোর প্রস্তুতি চালিয়েছে মহিলারা। প্রচন্ড শীতকে উপেক্ষা করেও তাদের উঠানে রংবেরঙের আলপনা আঁকা নিয়ে ব্যস্ত। ঠিক এমনই একটি চিত্র উঠে আসলো বিশালগড় এলাকা থেকে। গ্রামের মহিলারা জানিয়েছেন এটা তাদের পূর্বপুরুষের আমল থেকেই ঠিক একই ভাবে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি, বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা জানিয়েছেন পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তির দিনে রকমারি পিঠেপুলি সহ ভালো মন্দ রান্না করে ভগবানের উদ্দেশ্যে পূজা করা হয় এবং সেদিন সকাল থেকে প্রতি ঘরে ঘরে হরির উদ্দেশ্যে লুট বের হয়। সবকিছু মিলিয়ে বছরের এই দিনটি যেন বাঙালি হিন্দুদের একটি বিশেষ পার্বণ হিসেবে পালিত হয়।।