News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

মোদীর ম্যাজিকেই ভারত রামময়, রামলালার প্রান প্রতিষ্ঠা

Monday, January 22, 2024
  


নিজস্ব প্রতিনিধি ঃ ৫০০ বছরের প্রতীক্ষার পরে রামলালার আগমন। গোটা দেশ রামময়। মোদীর প্রচেষ্টার ফসল অযোধ্যায় রামলালর মন্দিরের সূচনা এবং প্রান প্রতিষ্ঠা। বিশ্বজুড়ে ভারতের রামনাম এবং রাম রাজত্বের সূচনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই রামভূমিতে প্রত্যাবর্তন। কেও কল্পনাও করতে পারেননি একদিন এমনভাবে রাজ্যাভিষেক হবে পুনরায় রামলালার। বিশ্বাস এবং আবেগে আপ্লুত বিশাল জন সমুদ্র ছিল অযোধ্যায়। পূজার্চনায় সামিল হয়ে শাস্টাজ্ঞে প্রনাম করেন প্রধানমন্ত্রী রামলালাকে৷ বার্তা দিলেন রাম যুগের মাহেন্দ্রক্ষণের। প্রধানমন্ত্রী বলেন, ভারত পুনরায় রামের বন্দনাবাক্য শ্রবন করছে। বনবাস কাটিয়ে মর্যাদায় আসীন হয়েছেন দশরথ নন্দন শ্রী রাম। এই শুভক্ষন ভারতীয়দের আবেগে আজন্ম এমনভাবেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত থাকবে৷ সনতন ধর্মের পুনস্থাপনার মধ্য দিয়েই দেশ এগুচ্ছে এবং এগিয়ে যাবে। বিশ্বসেরার গড়িমায় ভারত।