News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

সমাজের চলমান সমাজসেবীর প্রতীক দেবদাস বক্সি

Saturday, January 27, 2024
  


নিজস্ব প্রতিনিধি ঃ কবি বলেছিলেন ' জন্মিলে মরিতে হবে, কে কোথায় অমর রহিবে '। বর্তমান আধুনিকতার অহংকে ধূলায় ধূলিসাৎ করে এগিয়ে চলেছেন বিশিষ্ট আইনজীবি দেবদাস বক্সি। ১০/৪/১৯৮৪ সালে প্রয়াত সমাজসেবী নির্মল চন্দ্র বক্সি এবং সবিতা দেব ( বক্সির) কোল আলো করে জন্মগ্রহন করেছিলেন দেবদাস বক্সি। আসাম বিশ্ববিদ্যালয়ের করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় থেকে আইন বিভাগের স্নাতক লাভ করেছিলেন। পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টে প্রেকটিস শুরু করেন। ক্রমশ চড়াই-উতরাই পেড়িয়ে একজন প্রতিষ্ঠান হিসেবে আইনের শাসন কায়েম করতে দায়িত্ব পালন করে চলছেন। বরাবর আইনের পেশায় নিজের দক্ষতার ছাপ রেখে চলছেন। এমনকি সামাজিক দায়বদ্ধতার তাগিদে দুস্থ মেধাবী ছাত্রী অনুরাধা দাসের উচ্চ শিক্ষার দায়িত্ব কাধে তোলে নিয়েছেন৷ এমনকি ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্বেও পিছিয়ে নেই৷ অনাথ আশ্রমের সঙ্গে নিরলস প্রচারের আলোর বিমুখ হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন৷ রাজনৈতিক আজ্ঞিনাতেও সাফল্যের সঙ্গে দীর্ঘ কয়েক দশক কাজ চালিয়ে যাচ্ছেন৷ প্রাক্তন বাম জমানায় যুব ছাত্র নেতা হিসাবে বড়দোয়ালী স্কুলের ধর্শকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নজর কেড়েছিলেন। ২০০০ সালের শুরুর দিকে নারী মাংশারীর বিরুদ্ধে সড়ক অবরোধ করতেও পিছু পা হননি৷ দেবদাস বক্সি নিজেই অপ্রতিরুদ্ধভাবে ছাত্র যুবাদের স্বার্থে রামঠাকুর কলেজে স্নানতোকত্তর বিভাগে ২০০২ সালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ দেড় দশক বাম ছাত্র এবং যুব সংগঠনের সঙ্গে কাজ করেছিলেন। তবে, বামপন্থায় ছাত্র যুবাদের স্বার্থে কাজ সম্ভব নয়, দূরদর্শী দেবদাস বক্সি বুঝে গিয়েছিলেন । ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির একজন সেনা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। বর্তমানে রাজ্য যুব মোর্চার লিগ্যাল ইনচার্জের দায়িত্ব পালন করছেন৷ একান্ত আলাপচারিতায় দেবদাস বক্সির বক্তব্য মানুষের জন্য কাজ করার দৃঢ়তা নিয়েই ভারতীয় জনতা পরিবারে যোগদান করেছিলেন। একমাত্র বিজেপি সরকারের ভাবাদর্শ উন্নয়নের পরিপূরক। মোদী এবং মানিক সাহার মার্গ দর্শনে আজন্ম এমনভাবেই মানুষের জন্য কাজ করার দৃঢ়তা ব্যক্ত করেন। শেষ রক্তবিন্দু দিয়ে আইনের মাধ্যমে সমাজের দূর্বলদের ন্যায়ের পথ প্রশস্থ করবেন৷ পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে সমাজের মধ্যে সুস্থ রাজনৈতিক পরিবেশ রক্ষায় কাজ করবেন। জীবনের উপার্জনের অর্থে গরীব দুস্থদের জন্য বিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও রয়েছে প্রকারন্তরে বার্তা দিলেন বিশিষ্ট সমাজসেবী তথা আইননীবি দেবদাস বক্সি।