News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

হুড়মুড়িয়ে ভেঙে পড়লো উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালে

Tuesday, February 06, 2024
  


নিজস্ব প্রতিনিধি ঃ নিন্মমানের কাজের খেসারত। নির্মাণের ১০ দিনের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটা বড় অংশ। সোনামুড়ার শান্তিপল্লি এলাকায় ঘটে এই ঘটনা। ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের জনমনে। উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ। আপাত দৃষ্টিতে সড়কটি জাতীয় সড়ক হলেও পরবর্তী সময় এই সড়কটি আন্তর্জাতিক সড়কের রূপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ এই বহু মূল্যের সড়ক নির্মাণে কাজ হচ্ছে অতি নিন্মমানের। এ কারনেই সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লি এলাকায় সোমবার আচমকাই ভেঙে পরে নির্মীয়মান সড়কটির রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ । একদিকে নিন্মমানের কাজ ,অন্যদিকে নির্মাণ চলাকালীন ধোলায় অতিষ্ঠ জনজীবন। তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সড়কে প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হচ্ছেনা বলে আশেপাশের মানুষ পড়েছেন মহা বিপাকে। অনেকেই এতে অসুস্থ্য হয়ে পড়ছেন বলেও দাবি এলাকাবাসীর। ভেঙে পড়া রিটার্নিং ওয়ালের অংশ তড়িঘড়ি লোকচক্ষুর আড়াল নিয়ে যাওয়ার জন্য নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্হলে বুলড্রজার নিয়েও হাজির হয়ে গিয়েছিল। কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি।।।