News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তোলে ধরলেন ত্রিপুরার ঊনকোটি জেলার সক্সম দাস

Friday, February 09, 2024
  


নিজস্ব প্রতিনিধি ঃ বয়স মাত্র দুই বছর। আর এরই মধ্যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তোলে ধরলেন ত্রিপুরার ঊনকোটি জেলার উত্তর পাবিয়াছড়া কুমারঘাটের বাসিন্দা খুদে প্রতিভাবান সক্সম দাস। পিতা এসএসবি'র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ড. সঞ্জয় দাস এবং মাতা তিলোত্তমা দাস জানালেন এই অবিশ্বাস্য প্রতিভার কথা। ছয় মাস বয়সেই ১৫টি জাতীয় চিহ্ন জাতীয় পশু, জাতীয় নদী, জাতীয় পতাকার রঙ, পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের নাম সহজেই চিনতে পারত এই খুদে প্রতিভা। মুখের শব্দচয়ন তখনও স্পষ্ট নয়, কিন্তু আধো আধো ভাঙা অস্পষ্ট উচ্চারণেই সে বলতে পারতো গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে সপ্তাহের সাত বারের নাম, ইংরেজিতে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাম। চলতি বছরের গোড়ায় এই খুদের প্রতিভা নিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন অভিভাবকেরা। চলতি ফেব্রুয়ারীতে ইন্ডিয়া বুক অব রেকর্ডস- এর তরফে সার্টিফিকেট লাভ করে এই খুদে। সুপার ট্যালেন্টেড কিড হিসাবে মিলেছে মেডেল, সার্টিফিকেট সহ নানান সামগ্রী। সক্সম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলতে পারায় খুশি তাঁর মা বাবাও। খুশি আত্মীয় স্বজনেরাও। বর্তমানে তারা চাকরি সূত্রে পশ্চিমবঙ্গে রয়েছেন।।