News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

গ্রাম চলো অভিযানে সুরমায় মুখ্যমন্ত্রীর মতবিনিময়

Saturday, February 10, 2024
  


আগরতলা, ১০ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চালু করা বিভিন্ন প্রকল্পের সুবিধা ত্রিপুরা সহ দেশের প্রতিটি কোণে মানুষের জীবনধারা বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা বা অন্য কোনও উন্নয়নমূলক প্রকল্পই হোক না কেন, সমস্ত ধরণের সুবিধাগুলি স্বচ্ছভাবে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় কার্যক্রম গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে শনিবার ধলাই জেলার সুরমার শান্তিরবাজার কমিউনিটি হলে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মতবিনিময় কর্মসূচির সময় বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়ায় জনগণ যে সরকারের কাজে খুবই খুশি সেটা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদর্থক উদ্যোগে বিভিন্ন প্রকল্পের সুবিধা ত্রিপুরা সহ দেশের প্রতিটি কোণে পৌঁছে গিয়েছে। এতে অনেক মানুষের নিত্যদিনের জীবনধারা বদলে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আগামীতে ত্রিপুরা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। এতে বদলে যাবে ত্রিপুরার সামগ্রিক চেহারা। এর পাশাপাশি আগরতলা-আখাউড়া রেল সংযোগের ফলে বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবে রাজ্য। এই প্রকল্পের সঙ্গে যুক্ত রেলওয়ে কর্মকর্তারা বলেছেন আগামীতে এই রেল লাইন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত সম্প্রসারনের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে ডাবললাইন ও বিদ্যুতায়নের প্রক্রিয়াও জারি রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা রয়েছে। এই আস্থার মাধ্যমেই আবার আগামীতে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বর্তমান রাজ্য সরকার সামাজিক ভাতা বৃদ্ধি করেছে এবং প্রতিটি সেক্টরে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার। এই সরকারের অন্যতম লক্ষ্য শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উন্নয়ন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা একটি এইমস - এর মতো হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই সরকারের লক্ষ্য রাজ্যকে একটি এডুকেশন ও মেডিকেল হাবে পরিণত করা। সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের একজন মূর্ত প্রতীক। সেই সঙ্গে রাজ্যে জাতীয় সড়ক উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ জারি রয়েছে। গ্রাম চলো অভিযান উপলক্ষে ধলাই জেলাই এদিন একাধিক কর্মসূচিতে অংশগ্রহন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি সুরমা মন্ডলের অন্তর্গত চা বাগানের কর্মী শ্রী স্বপন কৈরি মহোদয়ের বাসভবনে‌ মধ্যাহ্নভোজন করেন তিনি।