News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

নিম্নমানের কাজের ক্ষোভ জনতার

Saturday, April 27, 2024
  


নিজস্ব প্রতিনিধি :কিছু কিছু ঠিকেদার প্রতিদিন ঘুমের ঘোরে স্বপ্ন দেখে থাকে সরকারি কাজের জন্য যেন মোটা অংকের টাকার বরাত পায় আর সরকারি কাজের বরাত পেলেই একাংশ ঠিকেদাররা নিম্নমানের কাজ করে নিজেদের পকেট ভারি করার জন্য ব্যস্ত হয়ে উঠে। এবার সরকারি দপ্তরের পক্ষ থেকে যে কাজ দেওয়া হয় সেই কাজের গুণগত মান দেখার সময় থাকে না ঠিকাদারদের, আর একাংশ ঠিকাদারদের চিন্তা ভাবনা থাকে সরকারি কাজের গুণগত মান গোল্লায় যাক তাতে তাদের কিছুই যায় আসে না। যার ফলে এইসব ক্রিকেটারদের নিম্নমানের কাজের ফলে সেই জিনিস বেশিদিন মানুষের কাজে আসে না। কিন্তু এদিকে কাজের গুণগত মান ঠিক রয়েছে কিনা সেদিকে বেশি লক্ষ্যও রাখেন না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা যার ফলে রাজ্যের সমস্ত জায়গায় কিছু ঠিকাদারেরা এই ধরনের নিম্নমানের কাজ করে রাজ্য সরকার সহ সাধারণ মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার প্রতিটি পরিবারের জন্য সরকারি পাকা স্লেপ দিতে সেই পাকা স্লেপ তৈরির জন্য কাজের বরাত পায় আগরতলা শহরের এক ঠিকাদার। সেই ঠিকাদার সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে কাজের বরাত পাওয়া মাত্রই অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং সামান্য মাত্রায় সিমেন্ট দিয়ে পাড়ার দেশকে একটি বাড়িতে নামমাত্র পাকা স্লেপ তৈরি করে দিয়ে দেয়। মুসলিম পাড়ায় কিভাবে বেশ কয়েকটি পাকা স্লেপ তৈরি করার পর গত দুদিন আগে ঠিক একই ভাবে মুসলিম পাড়ার মিরাশি খাতুনের বাড়িতে ওই ঠিকাদার কয়েকজন শ্রমিক পাঠিয়ে নিম্নমানের পাকা স্লেপ তৈরি করছিল তখন ঐ স্থানীয়দের বিষয়টি নজরে আসে, তখন স্থানীয় এলাকাবাসীরা এই ধরনের নিম্নমানের কাজে বাধা দেয়। স্থানীয় এলাকাবাসীরা নিম্নমানের কাজে বাধা দেওয়ার পর এখনো পর্যন্ত ওই পাড়ায় ঠিকাদারের কোন দেখা মিলেনি। অবশেষে শনিবার বিকেলে মুসলিম পাড়ার সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এই ধরনের নিম্নমানের কাজের প্রতিবাদ জানায় এবং দাবি জানায় যেহেতু সরকার মানুষের স্বার্থে প্রতিটি বাড়ি বাড়ি পাকা স্লেপ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তাই পাকা স্লেপগুলির গুণগত মান ঠিক রেখে তৈরি করার জন্য সংশ্লিষ্ট দপ্তর যেন তদারকি করে।