News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয় ক্ষতি কৈলাসহরে

Saturday, April 27, 2024
  


নিজস্ব প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনে। আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক। কোন দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয়, ঘর হারানো ছাড়াও তাদের একেকটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয়। ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করলো গতকাল কৈলাসহরবাসী। রাত আনুমানিক ৩টে নাগাদ হঠাৎ করে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংস লীলা। কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপূর,উত্তরকাচেরঘাট,ফস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে গেছে তো কারো ব্যবসায়ীক প্রতিষ্ঠা। বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয় ক্ষতির পরিমান জানা না গেলেও এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষয় ক্ষতির পরিমান জানতে চাইলে ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের মৃৎ শিল্পী প্রসঞ্জীৎ দাস জানান উনার মূর্তি তৈরী করেই চলে তাদের সংসার। অনেকগুলো মূর্তি তৈরীর অর্ডারও তাদের কাছে ছিলো। যা তৈরী করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানেই রাখা ছিলো। কিন্তু গতকাল গভীর রাতে শিলাবৃষ্টি ও ঝড় তুফানের ফলে বড় দুটি গাছ উনার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে গেলে প্রায় সবগুলো মূর্তি সহ ব্যবসায়ীক প্রতিষ্ঠা ভেঙে যায় যার ফলে প্রায় ২ থেকে ৩ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎ শিল্পী প্রসঞ্জীৎ বাবু।