News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

খুব সহসাই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে শুরু হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট : মুখ্যমন্ত্রী

Thursday, May 02, 2024
  


আগরতলা, ২ মে: খুব শীঘ্রই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে শুরু হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে ১৮০ কোটি টাকা আর্থিক ব্যয়ে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আগামীদিনে এই সুপার স্পেশালিটি ব্লকটি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে 'সেন্টার অফ এক্সিলেন্স' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৃহস্পতিবার জিবি হাসপাতালের বিভিন্ন ব্লক সরেজমিনে ঘুরে দেখে এই তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন জিবির সুপার স্পেশালিটি ব্লক, নেফ্রলজি বিভাগ, জেনেরিক মেডিসিন কাউন্টার, কার্ডিওলজি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করে যাবতীয় খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। রাজ্যের সকল অংশের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিশেষ অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। এই দিশায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে সরকার। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিভিন্ন অত্যাধুনিক পরিকাঠামো ক্রমান্বয়ে সংযুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার জিবি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে মুখ্যমন্ত্রী জানান, জিবির এই সুপার স্পেশালিটি ব্লকে ১৮০ কোটি টাকা বরাদ্দে বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এই জায়গায় জিবির মেডিকেল সুপার ও ডেপুটি সুপারের অফিস স্থানান্তরিত করা হয়েছে। ৭টি সুপার স্পেশালিটির ওয়ার্ড ও আউটডোর এখানে করা হবে। এই প্রক্রিয়া দ্রুতগতিতে করার কাজ চলছে। নিউরোলজি ও নিউরো সার্জারি বিভাগও ঘুরে দেখেছি। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিই। পরিষেবা ও পরিকাঠামো যাতে আরো উন্নত করা যায় সেবিষয়েও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা হয়। স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা হয়। পরিকাঠামো সম্পর্কিত বিষয়ে পূর্ত দপ্তরের কাজকর্ম নিয়েও অবগত হই। হাসপাতালে আয়রন মুক্ত পানীয়জল যাতে সরবরাহ করা যায় সেবিষয়টিও খতিয়ে দেখা হয়। মোট কথায়, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে 'সেন্টার অফ এক্সিলেন্স' হিসেবে গড়ে তোলার জন্য যা যা কাজ করতে হয় সেটা করা হবে। পরিদর্শন কালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এজিএমসির প্রিন্সিপাল ডাঃ অনুপ কুমার সাহা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শংকর চক্রবর্তী, ডেপুটি সুপার ডাঃ কনক চৌধুরী সহ অন্যান্য সিনিয়র ডাক্তার ও স্বাস্থ্য কর্মীগণ।