সরকারি দফতরে হয়রানীর শিকার ৯০ বর্ষীয়া বৃদ্ধা !
Sunday, May 26, 2024
সম্পাদকীয় কলম......বয়স ৯০ বছর। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে একদিকে পুত্র বধুর অত্যাচার ও অপরদিকে সরকারি দফতরে নিজের প্রাপ্য টুকু চাইতে গিয়ে হয়রানীর শিকার হতে হচ্ছে বয়স্কা কে। ঘটনা বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। জানা যায় ৯০ বর্ষীয়া আরতি সরকার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নড়সিংগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৫০ কলোনি এলাকার বাসিন্দা। উনার দুই পুত্র , শ্যামল সরকার এবং সজল সরকার। আরতি দেবী ছোট ছেলের সাথেই থাকতেন। ছোট ছেলে সজল সরকার প্রয়াত হবার পর তাঁর স্ত্রী কাজল সরকার বৃদ্ধার উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে। তখন নিরুপায় হয়ে আরতি দেবী বড় ছেলের কাছে চলে যান। কিন্তু উনার নাম এখনো ছোট ছেলের রেশন কার্ডেই রয়ে গেছে। যাতে করে উনার রেশন টুকু ও জোর জুলুম করে দখলে নিয়েছে কাজল সরকার। নাম পরিবর্তন করার জন্যে শ্যামল বাবু নিজের বৃদ্ধা মা কে নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার আরওআর আনতে গেলেও নানা অজুহাতে তাদের হয়রানি হতে হচ্ছে সেখানে। অভিযোগ নড়সিংগড় পঞ্চায়েতের একাংশ দুষ্ট চক্রের মদতে কাজল সরকার নিজের দখলে নিয়েছে জায়গা সম্পত্তি ও। এখন রেশনের চাল ডাল টুকু ও দখলে নিয়ে বসে আছে। এই সমস্যার সমাধান খুজতে এবার সরাসরি বামুটিয়া ব্লকে উপস্থিত হন শ্যামল বাবু এবং আরতি সরকার। বিডিও র কাছে এই বিষয়ে সহযোগিতার আর্জি জানান তারা।