তাসখন্দে দীপার ঐতিহাসিক স্বর্ণ জয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Sunday, May 26, 2024
নিজস্ব প্রতিনিধি...আগরতলা: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফঃ ডঃ মানিক সাহা রবিবার দীপা কর্মকারকে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন৷
এই জয়ের পর ডাঃ সাহা ব্যক্তিগতভাবে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে ফোন করে তাদের দুজনকে অভিনন্দন জানান এবং তাদের আরও সাফল্য কামনা করেন।
ফেসবুকে শুভেচ্ছা বার্তায় ডাঃ সাহা বলেন , “এটি ভারতের জন্য গর্বের মুহূর্ত। দীপা কর্মকারকে অভিনন্দন প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে 13.566 এর অসাধারণ স্কোর নিয়ে স্বর্ণপদক জেতার জন্য।