News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় এক বাবা

Monday, June 03, 2024
  


সম্পাদকীয় কলম ঃ একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় এক বাবা।জানা গেছে মেলাঘর তেলকাজলা স্কুল সংলগ্ন এলাকার আশীষ কুমার ভৌমিকের কৃষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন। কৃষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গত তিন মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর হঠাৎ তার চোখের দৃষ্টিশক্তি চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। কিন্তু সেখানেও তার ভালো চিকিৎসা হচ্ছিল না পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গোহাটি এবং পরে নেওয়া হয় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে অন্যদিকে সে কথাও বলতে পারছেনা। এই অবস্থায় তার বাবা আশীষ কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায়। আশীষ কুমার সাহা জানিয়েছেন উনার যা অর্থ ছিল ছেলের চিকিৎসার জন্য সবকিছুই দিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও ছেলের সুস্থ হয়নি। বর্তমানে আশীষ কুমার সাহা নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন। ছেলের জীবন বাঁচাতে এবং ছেলের চিকিৎসার জন্য আশীষ কুমার ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন সরকার যেন উনার ছেলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।।