ছেলেমেয়েদের খেলাধূলোতে আগ্রহ বাড়ানোর বার্তা ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের
Thursday, June 20, 2024
নিজস্ব প্রতিনিধি ....বিশ্ব যোগা দিবস উপলক্ষে ত্রিপুরা আয়ুশ মিশন ও পশ্চিম ত্রিপুরা জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলা শহরে একটি রেলি সংঘটিত করে।এই যোগা দিবসকে সামনে রেখে রেলিতে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা চ্যাপ্টারের মিশন অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ন অধিকত্তা বিনয়-ভূষণ দাসসহ অন্যান্য উপস্থিত ছিলেন। যোগা দিবস কে কেন্দ্র করে মিছিলে শামিল হয়েছিলেন বিভিন্ন যোগা সেন্টার ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্থ দেহ এবং মন তৈরী হয় ।নেশার বিরুদ্ধে সরকারের সঙ্গে যুব সমাজকেও এগিয়ে হবে । তরুনদের উদ্দেশ্যে এমনভাবেই আহ্বান রাখলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ।