News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

খেলাধূলার প্রসারে আন্তরিক রাজ্য সরকার: টিংকু রায়

Saturday, June 29, 2024
  


নিজস্ব প্রতিনিধি: উদীয়মান সংঘের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো দু'দিন ব্যাপী দিবা-রাএি ৩৪ তম সিনিয়র মহিলা ও পুরুষ বিভাগে এবং ২৯ তম সাব-জুনিয়র বালক-বালিকা বিভাগে রাজ্য ভিওিক খু খু প্রতিযোগিতা। রামঠাকুর বয়েজ পাঠশালা মাঠে আয়োজিত দু'দিন ব্যাপী আসরের সূচনা করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, সংস্থার সভাপতি MDC বিদুৎ দেববর্মা সহ আরো অনেকে। রাজ্যভিওিক এই আসরে সিনিয়র বিভাগে বালক-বালিকা বিভাগে ১৬ টি দল ও সাব-জুনিয়র বিভাগে বালক-বালিকা বিভাগে ১০ টি দল অংশগ্রহণ করে।