হিংসার ছক!
Saturday, July 13, 2024
সম্পাদকীয় কলম: হিংসা সভ্যতার নিদর্শন হতে পারেনা ।কোনদিন হিংসাত্মক ঘটনায় মানুষের কল্যাণ হয়না ।ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে শান্তি কাঙ্খিত ।তবে ,গণ্ডাছড়ায় যেভাবে জনজাতি যুবকের মৃত্যু ঘিরে উত্তাল তরঙ্গ আছড়ে পড়ছে সেটা শোভনীয় নয় । সাধারন মানুষের দোকানপাট , ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।প্রশাসন হয়তো অভিযুক্তদের আটক করে তদন্ত শুরু করেছেন।শাস্তিও হবে ।তবে ,মানুষকে পথে বসানোর জন্য সমাজ কখনো তাদের ক্ষমা করবেনা ।এই ক্ষতি পূর্ন হবেনা ।এখনো উদ্ধারকাজ চলছে।মানুষ ভয়ে পলায়ন করে গিয়েছিলেন।একজনের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি করেছে দূর্বৃত্তরা ।রাজনৈতিক দলগুলোর নেতাদের উচিত সর্বদলীয় বৈঠক করে পরিস্থিতি শান্ত করতে সবার শ্রেষ্ঠ উৎসর্গ করুক ।