বামুটিয়ায় উদ্ধার ২৭ টি সেল
Thursday, July 18, 2024
নিজস্ব প্রতিনিধি: বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নম এর বাড়িতে মাছ চাষের গর্ত খনন করার সময় উদ্ধার হয় ২৭ টি কামান সেল/সেল।এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।প্রথমে ১২ টি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবার সেই স্থানে খনন করেন তখন মোট ২৭ টি সেল উদ্ধার করা হয়।পড়ে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়।স্থানীয় প্রবীণ মহলের দাবি এই সেল গুলি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় হয়তো মুক্তি বাহিনী মাটির নিচে মজুত রেখে ছিলেন পরে আর সেগুলি নিয়ে যাননী।এবং বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই সেল গুলি প্রায় ৫০ বছরের অধিক পুরানো হবে।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনে ভারতের যে অবদান রয়েছে মুক্তি বাহিনীকে এই বামুটিয়া এলাকাতেও ট্রেনিং সহ স্বাধীনতা অর্জনে তা আবারও প্রমাণিত ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকায় এই সেল গুলি উদ্ধারের মধ্য দিয়ে।স্থানীয় প্রবীণ মহলের এটাই দাবি এই সেল গুলি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তি বাহিনীর।