তেলিয়ামুড়াতে প্রকাশ্যে পরিবেশ দূষণ করছে প্রয়াস সহ গ্রিন সার্কেল
Saturday, July 27, 2024
সম্পাদকীয় কলম : এ যেন অনেকটা সর্ষের মধ্যেই ভূত। যারা বা যাদের হাতে পরিবেশ সুরক্ষিত থাকার প্রশ্নে দায়িত্ব অর্পিত হয়, তারাই যখন পরিবেশকে নিরন্তর ভাবে দূষণ করে চলে এবং প্রশাসনিক নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল প্রদর্শন করে, তখন কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মহলের আঙ্গুল উঠতে বাধ্য। মূল ঘটনায় আসা যাক, তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুরপুরিষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামুড়ার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রীন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামুড়া শহরের বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা সমূহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের বারোটা বাজাচ্ছেন, বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই এই দহনের ফলে পন্য হওয়া গ্যাস সুস্থ পরিবেশের পক্ষে বিপদজনক। এই বিষয়টা নিয়ে বিশেষ করে প্রাত ভ্রমণকারী ব্যক্তিদের অভিযোগ হচ্ছে নির্মল পরিবেশ নিরন্তর ভাবে দূষিত হচ্ছে।
এই বিষয়ে সংস্থাসমূহের কারুর বক্তব্য জানা না গেলেও পুর পরিসদ থেকে জানা গেছে ইতিপূর্বেও সংশ্লিষ্ট বিষয়ে সংস্থা সমূহকে সচেতন করা হয়েছিল, তবে পুরো পরিষদের নির্দেশ বা সচেতন বার্তাকে তোয়াক্কা না করে একই রকম ভাবে এই কাজ চলতে থাকায় তেলিয়া মুড়া জোরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন প্রয়াস সহ বিভিন্ন সামাজিক সংস্থা বরাবরই তেলিয়ামুড়া শহরকে দূষণমুক্ত রাখার জন্য এবং নির্মূল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা দাবি করে থাকেন, কিন্তু এবার যখন তাদের দ্বারাই সরাসরি পরিবেশ দূষণের চিত্র সামনে এলো তা নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে কি ভূমিকা বা কবে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা হয়।।