বড়কাঠাল শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধনে থাকছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Sunday, August 04, 2024
নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭.আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বড়কাঠাল স্থিত শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের মন্দির উদ্বোধন হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা,আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী নেতা-নেত্রীরা সহ বিশিষ্ট ব্যাক্তিত্ব।রবিবার এক বৈঠক অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের মন্দ্রির উদ্বোধনকে সামনে রেখে আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্ত মহারাজের নেতৃত্বে,।এই।সময় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা,মন্ত্রী সুশান্ত চৌধুরী,পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা।এই বৈঠকে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উনার বক্তব্যে বলেন আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজের যে উদ্যোগে সেই উদ্যোগে সকলকে সামিল করা কারণ তা আগামীদিনের আমাদের জন্যই সুফল নিয়ে আসবে।