News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠক

Monday, August 05, 2024
  


নিজস্ব প্রতিনিধি:হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ।তিনদিক ত্রিপুরার সঙ্গে সংযুক্ত রয়েছে । সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার পদত্যাগ আন্তর্জাতিক আলোচনার শিরোনামে ।রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ।রাজ্যের মুখ্যন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপুর্ন বেঠকে মিলিত হয়েছেন। ডিজি,বিএসএফ সহ আসাম রাইফেলের আধিকারিকরা বেঠকে সামিল হয়েছিলেন।সীমান্তে জারি করা রেড অ্যালার্ট। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।