ভাড়াক্রান্তীয় হৃদয়ে হাসিনার পদত্যাগ
Monday, August 05, 2024
নিজস্ব প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের বুকে পরাধীনতার শৃঙ্খল।উন্নয়নশীল দেশের অগ্রগতির ধারক ও বাহক ছিলেন মুজিব কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা।দেশের বিপর্যয় এবং রক্তপাত রুখতে পদত্যাগ করে দেশ ছাড়লেন ।সেনা অভিযান চালানো হয়েছে।ভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগ করে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন।এক ভিডিও বার্তায় তিনি বলেন,আমার চাওয়া পাওয়ার কিছু নেই ।দেশের মানুষের সেবার সুযোগ যতটুকু পেয়েছি কাজ গিয়েছি ।