News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনিটি গ্যাস্ট্রো এন্ড লিভার হসপিটাল

Sunday, August 11, 2024
  


আগরতলা, ১১ আগস্ট।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে ইউনিটি গ্যাস্ট্রো এন্ড লিভার হসপিটাল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স ট্রফি পেয়েছে ইকফাই ইউনিভার্সিটি। আজ, রবিবার দুপুরে ভোলাগিরি গ্রাউন্ডে দুদিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইউনিটি গ্যাস্ট্রো এন্ড লিভার হসপিটাল ৬ উইকেটের ব্যবধানে ইকফাই ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে বিজয়ী দলের দ্বীপ রাজ দেব। এর আগে প্রথম সেমিফাইনালে ইকফাই ইউনিভার্সিটি ২৯ রানের ব্যবধানে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স এসোসিয়েশনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ইউনিটি গ্যাস্ট্রো এন্ড লিভার হাসপাতাল সাত উইকেটের ব্যবধানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক-কে পরাজিত করে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে। দুটি সেমিফাইনালে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব পেয়েছে যথাক্রমে উদয় কুমার দেব ও অসীম দেব। ফাইনাল ম্যাচের শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ ডিআইজি ক্রাইম ব্রাঞ্চ কৃষ্ণেন্দু চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী রুপম রায় ডা: অমিতাভ রায়, ডা: রণবীর রায়, এনসিসি পি এস-এর ওসি সুশান্ত দেব, টিএনজিসিএল-এর আধিকারিক প্রশান্ত দত্ত প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারকার আসরে বেস্ট বোলার হিসেবে দেবতনু পাল, বেস্ট ব্যাটসম্যান অভিক দেব, বেস্ট ফিল্ডার টুটন রুদ্র পাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে অসীম সরকারকে পুরস্কৃত করা হয়েছে। সংক্ষিপ্ত বক্তৃতায় প্রত্যেক অতিথি বৃন্দ উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করে এই উদ্যোগ নিয়মিত জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিবর্গকে চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রত্যেক খেলোয়ার কে পদক এবং উপস্থিত অতিথিবর্গকে শুভেচ্ছা স্মারকের পাশাপাশি আম্পায়ার অর্জুন দেববর্মা, সঞ্জীত দাস, সত্যজিৎ কর, মেঘধন দেব ও বাপন দাসকেও সম্পর্কিত করা হয়। ‌ জেআরসি-র প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে দারুন ভাবে টুর্নামেন্ট সাফল্যমন্ডিত হয়েছে বলে সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে সব কটি দলের খেলোয়াড়, আম্পায়ার ও স্পন্সরর সহ সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন।