News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

নেশা বিরোধী অভিযানে ধৃত ১

Monday, August 19, 2024
  


নিজস্ব প্রতিনিধি: পুলিশের চোখের ফাঁকি দিয়ে নেশা ব্যবসা কে আরো দ্বিগুণ বাড়ানোর ধান্দায় ব্যস্ত নেশা ব্যবসায়ীরা। রবিবার গভীর রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার অন্তর্গত নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় আমতলী থানার পুলিশ এবং ৪২ নং ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ইব্রাহিম মিয়া নামে এক নেশা ব্যবসায়ীকে নেশা সামগ্রী সহ আটক করে থানায় নিয়ে আসে, জানা গেছে অভিযুক্ত নেশা ব্যবসায়িক বাড়ি চারিপাড়া এলাকায়। তার কাছ থেকে পুলিশ ও বিএসএফ ১০০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ টি ব্রাউন সুগারের কৌটা, একটি মোবাইল এবং ৪০০০ টাকা উদ্ধার করে। পুলিশ অভিযুক্ত ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার দুপুরে আমতলীর এসডিপিও সংকর চন্দ্র দাস জানিয়েছেন অভিযুক্ত নেশা ব্যবসায়িক ইব্রাহিম মিয়াকে সোমবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আধিকারিক আরো জানিয়েছেন উদ্ধারকৃত মশার সামগ্রী গুলির আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকার অধিক। এস ডি পি ও শংকর চন্দ্র দাস জানিয়েছেন যুব সমাজ থেকে ফিরিয়ে আনতে পুলিশ বিশেষভাবে সক্রিয় রয়েছে এবং এই ধরনের অভিযান পুলিশ সব সময় জারি রাখবে। পুলিশের ধারণা অভিযুক্ত কে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে নেশা ব্যবসার মূল মাস্টারমাইনদের চিহ্নিত করে আটক করা সম্ভব হবে।