News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

মাটি ধ্বসে একসাথে ৭ জনের মৃত্যু ! ৬ জনের লাশ উদ্ধার, ১ জনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে

Thursday, August 22, 2024
  


নিজস্ব প্রতিনিধি: প্রবল বর্ষায় সারা রাজ্যের সাথে ব্যাপক ক্ষতির সন্মুখিন হতেহচ্ছে শান্তির বাজার মহকুমাবাসীকে। বিগতদিনেও শান্তির বাজার মহকুমার দেবীপুর এলাকায় মাটির ধ্বস পরে এক পরিবারের ৩ জনের মৃত্যুহয়। গতকাল রাত্রিবেলার প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার গার্ধাং পঞ্চায়েতের অধীনে অশ্বীনি ত্রিপুরা পাড়ায় দুই পরিবারের ৭ জন মারাযায়। যার মধ্যে এক পরিবারের ৫ জন সদস্য ও অপর পরিবারের ২ জন সদস্য রয়েছে। বর্তমানসময়ে প্রবল বর্ষার জলস্রোতে রেসকিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হতেপারেনি। মৃতদেহ উদ্ধারকাজে হাতবারালো স্থানীয় এলাকাবাসীরা। এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। অপর একজনের মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়েযাচ্ছে স্থানীয় লোকজনেরা। দুর্ঘটনায় নিহতরা হলো উমাচরণ ত্রিপুরা (২৫) ,মন্দিরা ত্রিপুরা ( ২৩ ) অপর পরিবারের সদস্য প্রসেনজিৎ ত্রিপুরা ( ২১ ), অজয় ত্রিপুরা ( ১৬ ),রাকেশ ত্রিপুরা ( ১৮) জ্যোতিকা ত্রিপুরা (২১) ও কুমতুইসা ত্রিপুরা (৩ )। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন স্থানীয়রা ও মৃতের পরিবারের সদস্য। অশ্বীনি ত্রিপুরা পাড়ায় এইধরনের দুর্ঘটনারফলে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।