News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

টিএফএ পরিচালিত ঘরোয়া শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে ২৯ আগস্ট

Wednesday, August 28, 2024
  


নিজস্ব প্রতিনিধি: টিএফএ পরিচালিত ঘরোয়া শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে আগামীকাল ২৯ আগস্ট থেকে। এবার এই লীগে মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। প্রথমে হবে লিগভিত্তিক তার পর সুপার লীগ। আগামীকালের লীগের উদ্বোধন করছেন ইস্টবেঙ্গল ক্লাবের সম্পাদক তথাটিএফ এর ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা। বলে কিক মেরে খেলার উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার মানিক সূত্রধর।এ বছরের লীগ চ্যাম্পিয়ন যারা হবেন তাদের কে এক লক্ষ টাকা প্রাইজ মানি ও ট্রফি দেয়া হবে। আর রানার্স দলকে ৭৫ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি দেওয়া হবে।এই বিষয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান টিএফ এর সভাপতি প্রণব সরকার। এছাড়া এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সম্পাদক রূপক সাহা-টিএফএর সহ-সচিব তপন সাহা.অমিত দেব রতন সাহা সহ অন্যান্যরা।আজ সাংবাদিক সন্মেলনে রূপক সাহা এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কে পাঁচ লক্ষ টাকার চেক তুলেদেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতির হাতে।