News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

যুবক সংঘের নান্দনিক পূজো আয়োজনের সূচনা

Thursday, September 05, 2024
  


নিজস্ব প্রতিনিধি: শরতের নীল আকাশের শুভ্র মেঘের ভেলায় আগমনীর সুর ।নদীর স্নিগ্ধতায় নরম কাশ ফুল জানান দিচ্ছে মায়ের আগমনীর আবহ। সাধ ও সাধ্যের আয়োজনে খামতি নেই ।ধরিত্রী উমার বড়নের আনন্দে আত্মহারা।ঘুচিবে কালীমা, আঁধার।ফুটবে আলোর বেনু ।শহর দক্ষিণাঞ্চলের অন্যতম বনেদী ক্লাব যুবক সংঘ।বরাবরের মতো স্বল্প বাজেটে মায়ের আগমনীর আয়োজন করতে যাচ্ছে।মহাকালের থিম নিয়ে পুজোর ব্যবস্থাপনা ।এই বছর ক্লাব এলাকার তুরুন যুবারা মূল দায়িত্বে ।তবে ,স্থানীয় মা - বোন , প্রবীণ নাগরিকরাও সঙ্গে সংযুক্ত রয়েছেন।গোটা ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে আগ্রহী সবাই। বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে পেন্ডেল নির্মান করার সূচনা হয়েছে ।ধর্মীয় আবেগে আপ্লুত এলাকাবাসী । পূজো কমিটির সম্পাদক তাপস মজুমদার জানিয়েছেন ,বন্যায় দূরগতের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়েই মাতৃ বন্দনার আয়োজন ।