News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

TSR 2nd ব্যাটেলিয়ানে দেবশিল্পী বিশ্বকর্মার বন্দনাতে অস্ত্র পূজার আয়োজন

Tuesday, September 17, 2024
  


নিজস্ব প্রতিনিধি: আধুনিকতার ছোঁয়ায় এখনো হারিয়ে যায়নি ভারতীয় সংস্কৃতি । আজও স্বমহিমায় উজ্জ্বল।প্রথা ও পরম্পরা মেনে দেবশিল্পি বিশ্বকর্মার পূজা চলছে সর্বত্র ।এই পুজোর দিনে সুরক্ষায় নিয়োজিত জোয়ানদের অস্ত্র পূজার প্রচলন রয়েছে ।সকালবেলায় ধর্মীয় আবহে টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে দেবশিল্পীর পুজোর সঙ্গে অস্ত্র পূজার আয়োজন করা হয় ।প্রচলিত বিশ্বাস দেশ রক্ষার স্বার্থেই এই আয়োজন । পূজোকে কেন্দ্রে করে ব্যাটেলিয়ানের মধ্যে জমকালো আয়োজন চলছে ।