দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী
Monday, September 30, 2024
নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র মিঠুন চক্রবর্তী।কয়েক দশক বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের সফল অভিনেতা ।এক সময় যুবাদের আইকন এবং কিশোরীদের হার্টথ্রব ছিলেন ।রাস্তা থেকে উঠে বিনোদন জগতে নাচে এবং অভিনয়ে নিয়মিত সফলতার ছাপ ফেলেছেন ।জীবনের শেষ ইনিংসে সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার ঝুলিতে ।খুশির জোয়ার অনুরাগীদের ।