রতন টাটার জীবনাবসান ,শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Thursday, October 10, 2024
সম্পাদকীয় কলম :ভারতের ধ্রুব তারার অবসান । শুধুমাত্র ভারত নয় ,বিশ্বের অন্যতম রতন টাটা।এই নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের আবেগ এবং অনুভূতি ।ভারতের অর্থনীতির চাকা মজবুত রাখার রূপকার ।প্রয়াণে দেশের মানুষের চোখের জল বাঁধ ভেঙেছে ।প্রয়াত রতন টাটা শুধুমাত্র একজন শিল্পপতি নন।তিনি একজন বিশাল মনের মানুষ ছিলেন ।সকলকে তিনি আপনজন করে রাখতেন । শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের তাবড় তাবড় নেতা ও উদ্যোগপতিরা ।