আসছে বছর আবার হবে মায়ের আগমন
Sunday, October 13, 2024
নিজস্ব প্রতিনিধি: আবারও এক বছরের অপেক্ষা । দেবী চলে যাচ্ছেন শ্বশুরালয়ে ।ছেলেমেয়ে নিয়ে ভূ লোকের বাপের বাড়িতে বেড়ালেন কয়েকটাদিন ।সবাইকে ভারাক্রান্ত করে নৌকা চেপে চলে যাচ্ছেন ।ভারাক্রান্ত হৃদয়ে বিদায় দিচ্ছেন সন্তানরা মাকে ।বৈদিক মন্তচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়েছে বিজয়ার পূজাপাঠ ।প্রমীলার একে অপরের সঙ্গে সিধুরের মঙ্গল চিহ্নে রাঙিয়ে নিচ্ছেন ।একটাই বিশ্বাস ধরিত্রীর সমস্ত দুঃখ ও যন্ত্রণা লাঘব হবে।