News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

সচেতনতার অভাবে সু শিক্ষা ও সুস্বাস্থ্য থেকে বঞ্চিত শিশুরা

Sunday, October 20, 2024
  


নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালে দাঁড়িয়ে এখনো সচেতনতার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত প্রায় ২০ থেকে ২৫ জন শিশু। খোয়াই মহকুমার অন্তর্গত ধলা বিল গ্রাম পঞ্চায়েতের কারগিল টিলা এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা বলা চলে। এই এলাকাটিতে পশ্চিমা জনগোষ্ঠীর লোক বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। তারা অনেকেই দিনমজুর, কিংবা চা শ্রমিক। এই এলাকার ছেলেমেয়েরা অনেকেই সচেতনতার অভাবে স্কুল ছুট কিংবা স্কুলের খাতায় নাম থাকলেও স্কুলে যেতে তাদের অনীহা । তাছাড়া আরো একাংশ ছেলে মেয়েরা রয়েছে যাদের পরিবারে মা কিংবা বাবা নেই । এরই মধ্যে দু তিনজন ছেলে মেয়ে রয়েছে যাদের মা বাবা কেউ নেই। বলা বাহুল্য এখানে সরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার থাকার পরও হয়তোবা সচেতনতার অভাবে তারা সেখানে যায় না। সন্ধ্যা হলেই পুরো এলাকাটি প্রায় নেশায় আচ্ছন্ন হয়ে থাকে । জনসচেতনতার অভাবে এলাকাটিতে বহু বাল্যবিবাহ হচ্ছে। এবারে এই কারগিলা টিলা এলাকায় বসবাসরত প্রায় কুড়ি থেকে ২৫ জন বাচ্চার সুস্বাস্থ্য এবং উজ্জল ভবিষ্যতের কথা মাথায় রেখে পাশে দাঁড়াল "উৎসর্গ সামাজিক সংস্থা"। উৎসর্গ সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা পীযূষ রায় বলেন ছেলেমেয়েদের সুস্বাস্থ্য এবং উজ্জল ভবিষ্যত আর কথা মাথায় রেখে এলাকাটিতে তিনি একটি বাচ্চাদের পঠন পাঠনের ব্যবস্থা করতে চান । সেটা উনার একার পক্ষে করা সম্ভব নয় সমাজের সকল অংশের মানুষ যেন তার এই উদ্যোগের পাশে দাঁড়ান। কারণ আজকের এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থবান এবং সু শিক্ষিত করার লক্ষ্যে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি ভালো সুস্বাস্থ্যকর পরিবেশ এবং ভালো শিক্ষা ।