News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

কাঠগড়ায় আইজিএম'র পরিষেবা!

Sunday, October 27, 2024
  


নিজস্ব প্রতিনিধি: রোগী মৃত্যু নিয়ে এবার অভিযোগের কাঠগড়ায় আইজিএম'র পরিষেবা!পূর্ব প্রতাপগড়ের ৫৪ বছরের শান্তি সাহাকে আইজিএম হাসপাতালে আনা হয়। তার ছেলের অভিযোগ সেখানে রোগীকে ধরেও দেখেননি কর্তব্যরত চিকিৎসক। রোগীকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জিবি হাসপাতালে আনার পর চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।