বিভিন্ন হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ
Monday, November 04, 2024
নিজস্ব প্রতিনিধি: আর জি কর হাসপাতালের অঘটন থেকেশিক্ষা নিয়ে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর রাজ্যের বিভিন্ন হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে।আর জি কর হাসপাতালের অঘটন থেকেশিক্ষা নিয়ে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর রাজ্যের বিভিন্ন হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে। সাব্রুম মহকুমা হাসপাতালে আউটডোর, ইন্ডোর, ওপিডি থেকে শুরু করে জরুরি বিভাগ এবং প্রশাসনিক বিভাগে মোট ৪৭ টি সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। হাসপাতালে আসা প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চক্রবর্তী সহ স্থানীয় লোকজন স্বাস্থ্য দপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানান।