News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

সোনামুড়ায় মরহুম আয়েত আলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখ্যমন্ত্রী

Wednesday, November 06, 2024
  


আগরতলা, ৫ নভেম্বর: রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে খুবই আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করছে। সরকার চাইছে ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষতা আরো বৃদ্ধি করতে। মঙ্গলবার সন্ধ্যা রাতে সিপাহীজলা জেলার সোনামুড়া স্পোর্টিং এসোসিয়েশন মাঠে আয়োজিত মরহুম আয়েত আলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমি আজ সোনামুড়াতে এসে সত্যি আনন্দিত। এই ফাইন্যাল ম্যাচ দেখার জন্য অগণিত মানুষ এখানে এসেছেন। দেশের মধ্যে এটা সুপ্রতিষ্ঠিত যে ত্রিপুরা একটা সুস্থির রাজ্য। যেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই সুন্দরভাবে আমরা বজায় রেখেছি। এর প্রতিফলন আজকের এই ম্যাচে বহু মানুষের উপস্থিতিতে প্রত্যক্ষ হয়েছে। জাতি জনজাতি সহ বিভিন্ন ধর্মের মিশ্র সংস্কৃতির এই রাজ্যকে সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলবো। মুখ্যমন্ত্রী আরো বলেন, বাঙালির শ্রেষ্ঠ খেলাই হচ্ছে ফুটবল। আমরা আজকেও সেটা দেখতে পাচ্ছি। অন্যান্য খেলার সঙ্গে ফুটবলের তুলনা হয় না। ফুটবলের মধ্যে একটা আলাদা আনন্দ ও অনুভূতি পাওয়া যায়। জীবনযাত্রার মধ্যেও ফুটবলের একটা প্রভাব থেকে যায়। হার জিতের মাধ্যমেও আনন্দ উল্লাস ফুটবলের মাধ্যমে পরিলক্ষিত হয়। ডাঃ সাহা বলেন, রাজ্য সরকার আন্তরিকভাবে চাইছে ত্রিপুরায় খেলাধুলার আরো উন্নয়ন হোক। সারা রাজ্যে ইতিমধ্যে ৭টি সিন্থেথিক ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে। রাজ্যের আরো কয়েকটি জায়গায় উন্নতমানের ফুটবল মাঠ তৈরি করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্তদের আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এজন্য মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত অনেক স্কিম করা হয়েছে। তাদেরকে যথাযথ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ছেলেমেয়েদের মধ্যে মেধার কোন অভাব নেই। আমরা শুধু চাই তাদেরকে উন্নত মানের পরিকাঠামোর ব্যবস্থা করে দেওয়ার। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও তারা নাম করতে পারবে। আর আমাদের ছেলেমেয়েরা এখন জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও ত্রিপুরার নাম গৌরবান্বিত করছে। ফাইন্যাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিঞা, সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিত দাস, সোনামুড়া স্পোর্টিং এসোসিয়েশনের সম্পাদক ঝুটন রায়, ইয়ুথ প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিগণ।