News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

রাজ্যের মধ্যে বিকাশের মাধ্যমে আনন্দ উৎসব হচ্ছে : রতন লাল নাথ

Thursday, November 07, 2024
  


নিজস্ব প্রতিনিধি:মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উৎসাহে শারদ সম্মান ২০২৪ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে।এই অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী রতন লাল নাথ ছাড়াই উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বানিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা,পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী,এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা,মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ,মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা।উপস্থিত আথিতিরা শারদীয়া দুর্গোৎসব ২০২৪ মোহনপুর মহকুমায় বিভিন্ন ক্লাকে বিভিন্ন বিভাগে নির্বাচিত পুরষ্কার তুলে দেন ।এই অনুষ্ঠান নিয়ে মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন..রাজ্যের মধ্যে বিকাশের মাধ্যমে আনন্দ উৎসব হচ্ছে।