মেলাঘর এইচএস বিদ্যা জ্যোতি স্কুলে তালা ঝুলিয়ে দিলো অভিভাবকরা
Monday, November 11, 2024
বক্সনগর প্রতিনিধি। শিক্ষক স্বল্পতার অভিযোগে মেলাঘর এইচএস বিদ্যা জ্যোতি স্কুলের মূল ফটকের তালা ঝুলিয়ে দিলো প্রাতঃ বিভাগের অভিভাবকরা সোমবার সকাল ৯ টায়, জানাযায় মেলাঘর এইচএস বিদ্যা জ্যোতি স্কুলে পাঁচ জন শিক্ষক রয়েছেন তার মধ্যে একজনকে ডেপুটেশনে নিয়ে যাওয়া শিক্ষা দপ্তর। বাকি ৪ জন শিক্ষক দিয়ে স্কুলে কোনরকম ভাবে শিক্ষা চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। স্কুলের ছাত্র ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন সময় স্কুলে সঠিক সময়ের অনেক আগে স্কুল ছুটি দিয়ে দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে উক্ত স্কুলে।জেলা শিক্ষা দপ্তর সহ বিভিন্ন আধিকারিকদের জানানো সত্যে কোনরকম উদ্যোগ গ্রহণ না করাই অবশেষে বাধ্য হয়ে সোমবার অভিভাবক সহ ছাত্রছাত্রীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন। তাদের দাবি দ্রুত স্কুলের শিক্ষক নিয়োগ করতে হবে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও স্কুলের শিক্ষার মান ধরে রাখতে দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে এমনটি দাবি অভিভাবকদের। আজ অর্থাৎ সোমবার স্কুলের মূল ফটকে তালায় দিয়েছেন আগামী দিনে দাবি পূরণ না হলে সড়ক অবরোধ করবে বলে জানান অভিভাবকরা। এদিকে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন ফ্লাক্স ফেস্টুন মধ্যে তুলে ধরেছে যা সবে নাম মাত্র। রাজ্যের প্রত্যেকটা স্কুলে রয়েছে শিক্ষক স্বল্পতা। অন্যদিকে রাজ্য শিক্ষা দপ্তর বলছেন প্রত্যেক স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক রয়েছে যদিও তা বাস্তবে অন্যরকম।