বিকাশের অপর নাম মোদী : সুশান্ত দেব
Thursday, November 14, 2024
নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে যুব মোর্চার ভিত মজবুত হচ্ছে ।বিরোধীদের বিরুদ্ধে সুষ্ঠ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বিকশিত ভারত নির্মান হবে ।বৃহস্পতিবার ভগৎ সিং আবাসে প্রদেশ যুব মোর্চার বিজয়ার শুভেচ্ছা ও আগামীর সংগঠন মজবুত করার বার্তা নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব,প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ,প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত প্রমুখ ।বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব,মোদী সরকারের বিকাশের দিকগুলি তোলে ধরেছেন ।তিনি বলেন,যুবাদের আত্মনির্ভর করার চেষ্টায় কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত প্রয়াস চালানো হচ্ছে ।এই ধারায় যুবাদের দেশ ও রাজ্যের জন্য ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলের সঙ্গে সামিল হওয়ার আহ্বান জানান ।