News TopLink logo

  তাবেদারী নয়, সত্যের মুখোমুখি |
Ad Image Here



এই খবরের কোনো ভিডিও নেই |

বহু ইতিহাসের স্বাক্ষী ব্রহ্মকুণ্ড: বৃষকেতু

Friday, November 15, 2024
  


নিজস্ব প্রতিনিধি: রাস পূর্ণিমা উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সিমনার ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধনে প্রতিমন্ত্রী বৃষকেতু দেব্বর্মা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ সময়ে তিনি উপস্থিত হতে পারেননি। পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী, এডি এম মেঘা জইন, ইন্ডাস্ট্রিয়াল কমার্স এর প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, ইএম রবীন্দ্র দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত, আইসি ও দপ্তরের আধিকারিক অমৃত দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শুভ উদ্বোধন অনুষ্ঠানে। বক্তারা সবাই ব্রহ্মকুন্ড মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করতে সকল সাব কমিটিগুলির কনভেনারদের তৎপর থাকতে আহ্বান জানান।