নিম্নমানের কাজের বিরুদ্ধে সোচ্চার চড়িলাম ব্লকের রংমালা ভিলেজবাসী
Saturday, November 30, 2024
নিজস্ব প্রতিনিধি: রাস্তার দু নম্বরি কাজের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামের মানুষ। ঘটনাটি চড়িলাম ব্লকের অধীন রংমালা ভিলেজ এলাকায়। রংমালা এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। চলাফেরা করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামের মানুষ থেকে শুরু করে পথচারী যানবাহন চালকদের। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের দাবি যাতে করে রাস্তাটি সংস্কার করা হয়। গ্রামের মানুষের দাবি অনুযায়ী শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। রাস্তাটি রংমালা ভিলেজের দুই নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে তকসাপাড়া পর্যন্ত গিয়েছে। রাস্তাটিতে অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ গ্রামের মানুষের। হালকা বালি আগুনে পুড়ি য়ে তার উপর পি চ ঢালাই দিয়ে দেওয়া হচ্ছে। পাথরের কংক্রিটের পরিমাণ একেবারেই কম এবং নিম্নমানের। দু নম্বরি কাজ হচ্ছে রাস্তায় অভিযোগ করলেই গ্রামের দুই যুবক গ্রামবাসীদের কে ধমকাতে শুরু করে। শেষ পর্যন্ত শনিবার দিন দুপুরবেলা রংমালা ভিলেজের চেয়ারম্যান বসন্ত দেববর্মা সহ গ্রামের মানুষ দু নম্বরি কাজের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রাস্তাটি বিশ্রামগঞ্জ পিডব্লিউ ডি ডক্টরের অধীন। অভিযোগ রাস্তায় দুই নম্বরী কাজ দেখেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না বিশ্রামগঞ্জ পিডব্লিউডি দপ্তরের এসডিও এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। রাস্তায় দুই নম্বরি কাজ নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের মানুষ।।।